Connect with us

দেশজুড়ে

অবৈধ বোমা মেশিন চলার প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

Published

on

tetulia  news 27 08 15 (1)

তেঁতুলিয়া প্রতিনিধি (পঞ্চগড়) : অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় মারাত্বক পরিবেশ বিপর্যয় সহ উপজেলার প্রায় ৫০ হাজার শ্রমিক বেকার হয়ে পরার আশঙ্কায় বোমা মেশিন বন্ধের প্রতিবাদে ভূমি রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে বৃহস্পতিবার দুপুর ১২টায় তেঁতুলিয়া – পঞ্চগড় মহাসড়কে এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার মাটি কাটা ও পাথর উত্তোলনকারী শ্রমিক সহ সর্ব স্তরের জন-সাধারন অংশগ্রহণ করেন। বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমি রক্ষা আন্দোলন কমিটির আহ্ব্বায়ক ডিজার হোসেন বাদশা। তার বক্তব্যে জানান, বোমা মেশিন বন্ধের জন্য ৫/৬ ইঞ্চি পাইপ হতে উপরে এবং ৩২/৩৫ হর্স মেশিন হতে উপরে যে সমস্ত মেশিন ও সরঞ্জাম পাথর উত্তোলনে কাজে ব্যবহার হয় তা অবৈধ ঘোষণা করতে হবে। মেশিন চালাতে সহযোগিতা করা ও রাস্তায় উৎ-পেতে থাকা কলবাহিনী (তথ্য সরবরাহকারী) কে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪৮ ঘন্টার মধ্যে সকল অবৈধ বোমা মেশিন জব্দ করে মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব সফিউল আলম (কেরানি) ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *