Connect with us

আন্তর্জাতিক

আইএসআইএল হটিয়ে ৩ দিনের মধ্যে দখল হবে তিকরিত

Published

on

d4fc79c1a8de3773ba7c17ba1e979f30_XLআন্তর্জাতিক ডেস্ক:

সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র কাছ থেকে ইরাকের তিকরিত শহর তিন দিনের মধ্যে দখল করার ঘোষণা দিয়েছে ইরাকের সশস্ত্র বাহিনী। উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশের এ শহরটি দখলের জন্য গত কয়েকদিন ধরে লড়াই চলছে এবং এতে ইরাকি সামরিক বাহিনীকে সহায়তা করছে দেশটির শিয়া-সুন্নি স্বেচ্ছাসেবী ও কুর্দি পেশমার্গা বাহিনী। ইরাকের বাদ্?র স্বেচ্ছাসেবী বাহিনীর কমান্ডার কারিম আন-নূরি বলেছেন, তিকরিত শহর থেকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-কে উৎখাত করতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না। তিকরিতের দক্ষিণে আওজা গ্রাম থেকে বার্তা সংস্থা এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি শনিবার এসব কথা বলেছেন। কমান্ডার নূরি বলেন, তিকরিত শহরে অবস্থানরত আইএসআইএল সন্ত্রাসীদেরকে চারদিক থেকে ঘিরে  ফেলা হবে; শহরে তাদের সংখ্যা এখন ৬০ থেকে ৭০ জন। তিনি বলেন, তিকরিত শহরে আইএসআইএল’র পেতে রাখা বিস্ফোরক পরিষ্কার করার পরই শহরকে মুক্ত বলে ঘোষণা করা হবে। এর আগে, গতকাল বলা হয়েছে- তিকরিত শহরের শতকরা ৫০ ভাগ মুক্ত হয়ে গেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *