Connect with us

দেশজুড়ে

আটোয়ারীতে উৎসব মূখর পরিবেশে শেষ হলো ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

Published

on

Hare-krisnaআটোয়ারী প্রতিনিধি: “হরের্নাম-হরের্নাম হরের্নামৈব কেবলম্, কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরণ্যথা” অর্থাৎ হরিনাম মহামন্ত্রই হলো কলিযুগে জীবের মুক্তির একমাত্র পথ। চির সত্য এই মহামন্ত্রকে বিশ্বাস করে উৎসব মূখর পরিবেশে আজ রবিবার (২৪ এপ্রিল) ভোরে শেষ হলো পঞ্চগড়ের আটোয়ারীর বড়দাপ উত্তর ঘোষপাড়ায় ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান।
অনেক বছর ধরে মন্দিরের ভক্তরা ভগবান শ্রী কৃষ্ণের চলমান বসন্ত রাসযাত্রা তিথীতে বিরতীহীণভাবে মহানাম সংকির্তনের আয়োজন করে থাকে। এ প্রসঙ্গে মন্দির কমিটির সভাপতি বাবু নুনী গোপাল ঘোষ ও সাধারন সম্পাদক গনেশ চন্দ্র ঘোষ ভানু সরকারের দৃষ্টি আকর্ষন করে বলেন, তাদের এ আয়োজনে অনেক অর্থের প্রয়োজন হয়। সুদুর কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, রাজবাড়ী, নেত্রকোনা সহ দেশের অন্যান্য এলাকার সুনামধন্য হরিনাম সংকির্তনের দল এ মন্দিরে কির্তন পরিবেশন করতে আসে। এলাকার সব সম্প্রদায়ের মানুষের সহযোগীতায় অনেক কষ্টে তারা এ যজ্ঞানুষ্ঠান ধরে রেখেছে। যজ্ঞানুষ্ঠানকে ঘিরে এলাকার সনাতন ধর্মাবলম্বীরা ছাড়াও সব সম্প্রদায়ের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছিল। এদিকে শান্তিপুর্ণভাবে যজ্ঞানুষ্ঠান পরিচালনার জন্য আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ, কৃষি অফিসার মো: শামীম ইকবাল ও আটোয়ারী থানার ও,সি মো: শাহ আলম সর্বদা আইন-শৃংখলা পরিস্থিতি মনিটরিং করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *