Connect with us

দেশজুড়ে

আটোয়ারী ডিগ্রী কলেজের চারতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

Published

on

আটোয়ারী (পঞ্চগড়) : উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন- পঞ্চগড় ১ আসনের সাংসদ নাজমূল হক প্রধান।

আটোয়ারী (পঞ্চগড়) : উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন- পঞ্চগড় ১ আসনের সাংসদ নাজমূল হক প্রধান।

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সদরের অবস্থিত মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের চারতল একাডেমিক ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। এ উপলক্ষে শনিবার বিকেলে কলেজ মাঠে এক ভিত্তি প্রস্থরত্তোর এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এ্যাড. মোঃ আনিছুর রহমান, জেলা জাসদ সভাপতি আব্দুল মজিদ বাবুল। কলেজের অধ্যক্ষ মো. সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জগদীশ চন্দ্র, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ প্রমুখ বক্তব্য রাখেন। তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষে নির্বাচিত বেসরকারী কলেজ সমুহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এক কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এ ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করছেন । চারতলা ভিতযুক্ত দ্বিতল এই ভবনটিতে অত্যাধুনিক শ্রেণী কক্ষ, সাধারণ শিক্ষার্থী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের টয়লেটসহ স্যানিটেশন সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, ডিজিটাল ঘড়ি ও বৈদ্যুতিক পাখা সুবিধাসহ বিভিন্ন অত্যাধুনিক সুবিধা থাকবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *