Connect with us

শিক্ষাঙ্গন

আবারো আন্দোলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Published

on

পাঁচদিন ধরে বিক্ষোভের পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু আবারো রেজিস্ট্রারের অব্যহতি দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার সকাল ১০টা থেকেই শিক্ষার্থীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনকারীদের মুখপাত্র কামরুন নাহার ডানা জানান, শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে আমরা আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু তখন সাধারণ শিক্ষার্থীদের মতামত নেয়া হয়নি।

শিক্ষার্থীদের বক্তব্য, রেজিস্ট্রার মুহাম্মদ শাহুল আফজাল পদে থাকলে তদন্ত সুষ্ঠু হবে না। তাই আমরা তদন্ত চলাকালে তার অব্যহতি চাই। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের হেনস্থা না করারও কোনো ঘোষণা বিশ্ববিদ্যালয় থেকে দেয়া হয়নি। তাই আমাদের বিক্ষোভ চলবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *