Connect with us

ঢাকা বিভাগ

আলফাডাঙ্গায় সংঘর্ষ বাড়িঘর ভাঙ্গচুর ৮জন আহত আটোক-৫

Published

on

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরেদপুরের আলফাডাঙ্গায় জমিজমা বিরোধের জেরে সংঘর্ষে উভয় গ্রুপের ৮জন আহত হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের ইকবাল হাসান চুন্নু মিয়া গ্রুপের মিজানুর রহমান ওরফে (নিজাম) ও একই গ্রামের মনিরুজ্জামান ইকু গ্রুপের মাসুদ ও পলাশ গং এর মধ্যে দির্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তার জের ধরে গত কাল ৭ফেব্রুয়ারী মঙ্গলবার চুন্নু মিয়া গ্রুপের মিজানুরের নেতৃত্বে রাত আনুমানিক সাড়ে ৯টায় ১০-১৫জনের শসস্ত্রদলসহ ইকু গ্রুপের মাসুদ শেখ,নাজমুল শেখ,পলাশ শেখ,বাবুল শেখ,আরচু আলী মীর,বাকা মিয়া,ইদ্রিস মিয়া,আব্দুল কুদ্দুস,ছরোয়ার মিয়ার বাড়ি ভাংচুর করে এবং মাসুদকে এলোপাতাড়ি কোঁপাতে থাকে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তাদের উপর সশস্ত্র হামলা চালায়। এসময় নুরুন্নাহার,লাইজু বেগম,রাহেলা বেগম, রুপালী বেগম ও নাজমুল শেখ এবং চুন্নু গ্রুপের নিজাম আহত হন। আহত মাসুদ ও নিজামকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মাসুদকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে ৫জনকে আটোক করে কোর্টে সপর্দ করেছে। আটোককৃতরা হলো মশিয়ার রহমান(২৭),জুয়েল (৩৫),জব্বার (৪০),রইচ উদ্দিন(৩৭) ও ইয়ানুর(২৮)। (২নং গোপালপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মনিরুজ্জান ইকু সাংবাদিকদের অভিযোগ করেন চুন্নু মিয়া প্রভাবশালী হওয়ায় পুলিশ আমাদের অসহযোগিতা করছেন এবং আমার লোকদের আটোক করে কোর্টে সপর্দ করেছেন। তবে এ অভিযোগ সত্য নয় বলে দাবী করেছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.নাজমুল করিম তিনি বলেন ওই এলাকায় শান্তির জন্য সামনে যাকে পেয়েছি তাকে আটোক করেছি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *