Connect with us

আন্তর্জাতিক

ইরাকে কারাগারে দাঙ্গা; নিহত ৫০

Published

on

f1fef5d9e60448b792c0fa61481591ab-366f0f39c060424dbe1dd830f9acb480-2আন্তর্জাতিক ডেস্কঃ

ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলের একটি কারাগারে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ৫০- এ দাঁড়িয়েছে। এতে আরও অন্তত কয়েক ডজন বন্দি ও প্রহরী আহত হয়েছে।

শনিবার (৯ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

প্রশাসনিক কর্মকর্তারা জানান, রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলের খালিস শহরের ওই কারাগারে এক প্রহরীর কাছ থেকে অস্ত্র নিয়ে হাঙ্গামা শুরু করে এক কয়েদি। এরপর নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে ওই কয়েদি ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে দাঙ্গা বাধিয়ে দেয়। এসময় সংঘর্ষে অন্তত ১২ নিরাপত্তাক্ষীসহ ৫০ জন নিহত হন।

কর্মকর্তারা আরও জানান, কারাগারে দাঙ্গা বাধিয়ে অন্তত ৪০ জন বন্দি পালিয়ে যায়। এদের মধ্যে বেশিরভাগই সন্ত্রাসের মামলায় অভিযুক্ত ছিলেন।

যুদ্ধবিধ্বস্ত ইরাকে প্রায়ই কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে। বিশেষত জঙ্গিরা তাদের সহযোগীদের ছাড়িয়ে নিতে এসব দাঙ্গা বাধিয়ে থাকে।

এ কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, খালিসের কারাগারে দাঙ্গার ঘটনায়ও জঙ্গি সম্পৃক্ততা রয়েছে। এমনকি এদের মধ্যে কিছু বর্বর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যও রয়েছেন বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *