Connect with us

আন্তর্জাতিক

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সরিয়ে নেয়ার আহ্বান জাতিসংঘের

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের চলমান দ্বন্দ্ব-সহিংসতা অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি সর্বসম্মত প্রস্তাব পাস করা হয়েছে। দেশটির সব পক্ষকে শিগগিরি আলাপ আলাচনায় বসার আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে। এছাড়া, ইয়েমেনে সাংবিধানিক গণভোট ও নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করার কথাও বলা হয়েছে এতে। নিরাপত্তা পরিষদে এ প্রস্তাবের খসড়া তুলেছিল ব্রিটেন ও জর্দান। সর্বসম্মতভাবে পাস হওয়া প্রস্তাবে ইয়েমেনের হুথি আন্দোলনকে সরকারি প্রতিষ্ঠান থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘে নিযুক্ত জর্দানের রাষ্ট্রদূত দিনা কাওয়ার তার ভাষায় বলেছেন, “সর্বনাশের অতল গহ্বরে হারিয়ে যাওয়া থেকে ইয়েমনকে রক্ষা করতে হবে।” নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবে আরো বলা হয়েছে- পদত্যাগ করা প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি ও তার মন্ত্রিসভার সদস্যদেরকে গৃহবন্দিদশা থেকে মুক্তি দিতে হবে। এর আগে ছয় সদস্যের পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি ইয়মেনের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দেশটিতে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানায়। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে চার দিনের সংঘর্ষ শেষে হুথি আন্দোলনের আনসারুল্লাহ যোদ্ধারা জেনারেল আলী মোহসেন আল-আহমারের বাহিনীকে পরাজিত করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়। জেনারেল আহমার হচ্ছেন সাবেক স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালেহর সৎ ভাই। হুথি আন্দোলন অভিযোগ করে আসছে যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। তবে, রাজধানীসহ দেশের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নিলেও তারা বলছে, রাষ্ট্রীয় ক্ষমতা দখল তাদের উদ্দেশ্য নয় বরং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *