Connect with us

জাতীয়

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

Published

on

imag

শিক্ষা বোর্ডগুলো ২০১৫ সালের এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করেছে । তবে রাজশাহী বোর্ড ও কারিগরি বোর্ডের ফলাফল এখনো প্রকাশিত হয়নি। স্ব স্ব শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ফলাফল পাওয়া যাবে। পুনঃনিরীক্ষণ ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে নতুনভাবে পাস করেছেন ৬৪ শিক্ষার্থী। এ ছাড়া জিপিএ-৫প্রাপ্ত ১৩ জনসহ এ বোর্ডের ফলাফলে পরিবর্তন এসেছে ২১৯ পরীক্ষার্থীর। কুমিল্লা বোর্ডে ১১৬ শিক্ষার্থী, সিলেট বোর্ডে ৪৬ শিক্ষার্থী, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় ৬২ শিক্ষার্থী, যশোর বোর্ডে ২৪৪ শিক্ষার্থী, দিনাজপুর বোর্ডে ৬৫ শিক্ষার্থী, ঢাকা বোর্ডে ৬৬৯ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ঢাকা বোর্ডের অধীনস্ত ডিআইবিএস-এ (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ২০ জনের ফল পরিবর্তন হয়েছে।

গত ৯ আগস্ট প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দশ বোর্ডে ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে সাত লাখ ৩৮ হাজার ৮৭২ জন উত্তীর্ণ হয়েছিলেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিলেন ৪২ হাজার ৮৯৪ জন। পরে প্রকাশিত ফল চ্যালেঞ্জ করে দশ শিক্ষা বোর্ডে গত ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত তিন লাখ ১০ হাজার ৭৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *