Connect with us

ঢাকা বিভাগ

এদেশ বঙ্গবন্ধুর সপ্নের দেশ, এদেশের উন্নয়ণ কাজে ফাঁকিবাজী চলবে না: সাজেদা

Published

on

deputy leader pic

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা:
জাতীয় সংসদের মাননীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম.পি বলেন, এই বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাংলাদেশ। এদেশ স্বাধীন করার জন্য তাকে একাধিকবার জেল খাটতে হয়েছে। বঙ্গবন্ধু এদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে ৭১এর ১৬ ডিসেম্বার স্বাধীনতা লাভ করেন। স্বাধীনতার আড়াই বছর পর এদেশের রাজাকাররা পাকিস্তানীদের সাথে হাত মিলিয়ে ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার স্ব-পরিবার বর্গকে নৃসংশভাবে হত্যা করে। যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না, সেই বঙ্গবন্ধুকে নিয়ে যারা সমালোচনা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে তার ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সোমবার (১৫ আগষ্ট) দুপুরে ফরিদপুর জেলার কৃষ্টপুরের রামনগর ইউনিয়নের গোপালপুর বাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপনেতা এসব কথা বলেন। তিনি এসময় আরো বলেন, এদেশ বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ। এদেশের উন্নয়ণ কাজে কোন ঠিকাদার যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। আমার নগরকান্দা-সালথায় যদি কোন ঠিকাদার কাজে অনিয়ম করে তাহলে জনগণ তাদেরকে গণধোলাই দিবে। উন্নয়নের কাজে কোন প্রকার পঁয়সা খাওয়া চলবে না। দেশের উন্নয়নের স্বার্থে সঠিক ভাবে কাজ করতে হবে।

রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাইমদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সালথা-নগরকান্দা গণমানুষের প্রানপ্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা আয়মন আকবার চৌধুরী বাবলু।

এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার দৌহিত্র তরুন রাজনীতিবিদ গীবরান আকবার চৌধুরী ধ্রব, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আজিজ, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসান, নগরকান্দা পৌরসভার মেয়র রায়হানউদ্দীন মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মাষ্টার, সালথা উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক মোঃ ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, যুবলীগ নেতা মোঃ মহিদুল লিখন, সালথা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মিয়া প্রমূখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *