Connect with us

বিনোদন

কলকাতায় প্রশংসিত ফারুকী

Published

on

কলকাতায় প্রশংসিত ফারুকীফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়ার চলচ্চিত্র উৎসবে সম্মানিত অতিথি হিসেবে অংশ নিতে কলকাতায় গিয়েছিলেন দেশবরেণ্য চিত্রনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে উৎসব শেষে স্ত্রী তিশাকে নিয়ে গেল মঙ্গলবার দেশে ফিরে এসেছেন তিনি।

গেল ৩ আগস্ট, সোমবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিকভাবে নন্দিত চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত। কলকাতার নন্দন-২ প্রেক্ষাগৃহে উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’। সেখানে ছবিটি দারুণ প্রশংসিত হয়েছে। প্রশংসা করেছেন ফারুকীরও।

নিজের ফেসবুক ওয়ালে ফারুকী লিখেছেন, ‘‘এবারের সফরের সবচেয়ে বড় ব্যক্তিগত পাওয়া বোধ হয় সত্যজিৎ পরবর্তী ভারতীয় চলচ্চিত্রকারদের মধ্যে আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি সমাদৃত বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে একই মঞ্চে অতিথি হয়ে বসা’

তিনি আরো লিখেছেন, ‘শুধু বসেই নয়, বক্তৃতা দিতে উঠে উনি (বুদ্ধদেব) যেভাবে আমার কাজের প্রশংসা করতে থাকলেন তাতে আমি একসময় লজ্জায় বুঝতে পারছিলাম না মঞ্চে বসে আমার অভিব্যক্তি কি হওয়া উচিত! জানি উনি এক সাক্ষাৎকারে আমার কাজের প্রশংসা করেছেন। কিন্তু সামনাসামনি এটা যে এমন উত্তাপ ছড়াবে বুঝিনি। উঠতি সময়ে আমরা সবচেয়ে বেশি প্রশংসা করতাম এই মাস্টার চলচ্চিত্রকারের।’

অনুষ্ঠানে নিজের বক্তব্যে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক সম্পর্কের নিরিখে বাস্তব সমস্যাকে চিহ্নিত করে আন্তরিক মন নিয়ে সমাধানের আহ্বান জানান ফারুকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাত্য বসু, বিশেষ অতিথি ছিলেন নন্দন প্রেক্ষাগৃহের প্রধান নির্বাহী কর্মকর্তা যাদব মন্ডল।

প্রথম এফএফএসআই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইরান, মন্টেনেগ্রো, মায়ানমার, ফিলিপাইন, সার্বিয়া ও সুইডেনের ছবি স্থান পেয়েছে। শুরুতে কলকাতায় হলেও পরে ভারতের ২০টি শহরে এই উৎসব ঘুরবে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *