Connect with us

জাতীয়

আগামীকাল ঢাকায় আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী

Published

on

শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহবিডিপি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আগামীকাল ঢাকা আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ। কুয়েতের প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারি স্পেশাল ভিভিআইপি ফ্লাইটটির বিকেল ৪টা ৪৫মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে কুয়েতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
পরে, সফররত কুয়েতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হবে। কুয়েতি প্রধানমন্ত্রীর এই উচ্চ পর্যায়ের তিন দিনব্যাপী রাষ্ট্রীয় সফরে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ সফরে কুয়েত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণসহ দ্বি-পাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে দু’দেশের প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন। একইসঙ্গে কুয়েতের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজীকরণ সংক্রান্ত তিনটি চুক্তিও স্বাক্ষরিত হবার কথা রয়েছে।
ঢাকায় অবস্থানকালে শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পাঞ্জলী অর্পণ এবং ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বাঙালি জাতির জনক এবং একাত্তরের মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
তিনি জাতীয় সংসদের চলতি অধিবেশনের কার্যক্রম পরিদর্শন করবেন এবং হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত নৈশ ভোজেও অংশগ্রহণ করবেন। এছাড়া, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের বৃহস্পতিবার কুয়েতি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল কক্ষে বৈঠকের কথা রয়েছে।
উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন-কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও ভারপ্রাপ্ত তেল মন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ, শিক্ষা মন্ত্রী ড. বদর হামাদ আল-ইসা এবং পররাষ্ট্র বিষয়ক উপ প্রধানমন্ত্রী রাষ্ট্রদূত খালেদ সুলায়মান আল-জারাল্লাহ।
কুয়েত চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যবসায়ী প্রতিনিধি দলও এ সফরে কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফর করবেন। তাঁরা এফবিসিসিআই নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করবেন। এছাড়া একটি মিডিয়া প্রতিনিধি দলও এই সফরে কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় আসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বাংলাদেশে তিনদিনের সরকারি সফর শেষে কুয়েতের প্রধানমন্ত্রীর আগামী বৃহস্পতিবার বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *