Connect with us

গাইবান্ধা

গাইবান্ধায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Published

on

আরিফুল ইসলাম,গাইবান্ধা: গাইবান্ধা জেলার সাব-রেজিষ্টার অফিসের জাল জালিয়াতি ও দূর্নীতির বিরুদ্ধে সংবাদকৃত সাংবাদিক মোঃ মিলন খন্দকারকে লাঞ্চিত ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে আজ শনিবার গাইবান্ধা জেলা শহরের প্রধান সড়ক আসাদুজ্জামান মার্কেটের সামনে মানব বন্ধন ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছে গাইবান্ধা জেলা প্রেস ক্লাব, রিপোটার্স ইউনিটিসহ সকল স্তরের সাংবাদিকবৃন্দ।
দীর্ঘদিন থেকে গাইবান্ধা জেলা সাব রেজিষ্টার অফিসের আনন্দ কুমার বর্মণ, রেকর্ড কিপার বিধু ভুষণসহ কতিপয় অসৎ ব্যক্তির মাধ্যমে জাল দলিল ও বালাম বইয়ের পাতা ছিড়ে নতুন পাতা সংযোজন ও জাল দলিল সম্পাদনের অভিযোগ উঠে। উক্ত অভিযোগের উপর ভিত্তি করে দৈনিক জনসংকেত পত্রিকায় নিউজ করেন সাংবাদিক মোঃ মিলন খন্দকার। এতে অভিযুক্তরা মিলন খন্দকারের উপর চড়াও হয়ে শারীরিকভাবে নির্যাতন করে ও হুমকি দেয়। উক্ত নির্যাতনের প্রতিবাদে অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে আটক ও বিচারের দাবিতে এই কর্মসুচি পালিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল হক, সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর সাবু, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ রেজাউন্নবী রাজু, সহ-সভাপতি ও বজ্রশক্তি জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, বাংলাভিশনের সাংবাদিক মোঃ আতিক বাবুসহ সকল সিনিয়র সাংবাদিকবৃন্দ। বক্তব্যে তারা সাংবাদিক মিলন খন্দকারের নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করেন। এবং সেই সাথে সকল প্রকার দূর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং মানব বন্ধন শেষে রাস্তা অবরোধ করেন। রাস্তা অবরোধকালে সেখানে উপস্থিত হন গাইবান্ধা সদর থানার ওসি ওপারেশন, তিনি সাংবাদিকদের সকল দাবি মেনে নিয়ে ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দেন। বিডিপত্র/আমিরুল

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *