Connect with us

দিনাজপুর

ঘোড়াঘাটে দিন দুপুরে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

Published

on

Hili News 10.04. 16 (3)ভ্রাম্যমাণ প্রতিনিধি, হাকিমপুর, দিনাজপুর: দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ভেলাইন (মুন্নাপাড়া) গ্রামে মো: সুজন মন্ডলের বাড়িতে গত শনিবার সকাল সাড়ে ৮ টা হতে দুপুর আড়াই টা পর্যন্ত দফায় দফায় হামলা করে বাড়ি-ঘর ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সূত্র জানায়, একই গ্রামের মৃত কান্দ্রা মন্ডলের ছেলে হারুনুর রশিদ মন্ডল, খোশবর আলীর ছেলে আনোয়ার হোসেন ও কলাবাড়ি গ্রামের মৃত আতাব উদ্দীন মন্ডলের ছেলে আনছার মিয়ার নেতৃত্বে ৩০/৪০জন সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিত লাঠি, লোহার রর্ড, ছুরি, রামদা, হাসুয়া, দেশীয় অস্ত্রের সর্জিত হইয়া সুজনের বাড়িতে প্রবেশ করে বাড়ির লোক জনকে মারপিট করে জখম করে বাড়ি ঘর ভাংচুর ও লুটতরাজ ও অগ্নিসংযোগ করে।
সুজন জানায়, অগ্নিকান্ডে তাদের জমাজমির দলিল-পত্র ও অনান্য কাগজ পত্র পুরিয়ে ছাই করে দিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা আমার তিন বছরের শিশু হোজাইফা ইসলাম মাহিকে আগুনে ফেলে দেয়ার চেষ্টা করে তারা। তখন তার মা সন্ত্রাসী বাহিনীদের পা ধরে কান্না করলে রক্ষা পায় শিশুটি। অগ্নিকান্ড ও লুটপাটে তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, এ বিষয়ে ঘোড়াঘাট থানায় সুজন মন্ডল বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১০; তাং- ৯/০৪/১৬ ইং
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর সার্কেল এসপি ফয়জুর রহমান। এসময় তিনি বলেন, আমরা অপরাধীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করব। অপরাধীরা যতই শক্তিশালী হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে।
সুজনের মা-বাবা, ভাইদের কে এখনো হত্যার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। ফলে সুজনের পরিবার চরম অনিরাপত্তার কারনে তারা বাড়িতে থাকতে পারছেন না। তাই আসামিদের গ্রেফতার ও তাদের জীবনের নিরাপত্তার দাবিতে আজ সুজন মন্ডল হাকিমপুর রিপোর্টাস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *