Connect with us

চট্রগ্রাম

চট্টগ্রামে তিন মিষ্টি দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা

Published

on

12644823_10153638022884843_12219398653514287_n

চট্টগ্রাম ব্যুরো: নগরীর কোতোয়ারী থানাধীন তিনপোলের মাথা এলাকায় রিয়াজউদ্দিন বাজার সড়কের পাশে অবস্থিত খাজা সুইটস, মক্কা সুইটস এবং জব্বার সুইটস এ অভিযান চালিয়ে ২৫০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ১০ মন দীর্ঘদিনের বাসি এবং পচা মিষ্টি ধ্বংস করা হয়  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পারিচালিত হয়।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, গোপন সূত্রের ভিত্তিতে গোলাম রসুল মার্কেটে অভিযান চালালে এ তিনটি দোকানে একই চিত্র দেখা যায়।তিনি বলেন, মিষ্টির সিরা অনেকবার ব্যবহার করা হয়েছে। এতো বেশিবার ব্যবহার করা হয়েছে যে, তাতে পঁচা মিষ্টি ভেঙে ভেঙে পড়ে আছে। পুরনো এবং কালো রং ধারণ করেছে সিরা।মিষ্টির রস থেকে বের হচ্ছিল পঁচা দুর্গন্ধ। এই রস কখন বানানো হয়েছে , কারিগররা বলতে পারেনি।
রুহুল আমিন বলেন, এই পঁচা রস-কেই ফ্রেস বলে দাবি করছিল দোকানের মালিকরা।
অভিযানে জব্বার সুইটসকে ৫০ হাজার টাকা, মক্কা সুইটস এবং খাজা সুইটসকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অর্থদন্ড ছাড়া দোকানের মালিকদের আর কোনো শাস্তি না দিলেও শোধরানোর জন্য ১৫ দিনের সময় দেয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *