Connect with us

আন্তর্জাতিক

জঙ্গিদের পায়ে ট্র্যাকিং চিপ বসাবে পাকিস্তান

Published

on

আর্ন্তজাতিক ডেস্ক : গতিবিধির ওপর নজরদারি করতে প্রথমবারের মতো পাকিস্তানে এক হাজার ৬শ সন্দেহভাজন জঙ্গির পায়ে ট্র্যাকিং চিপ বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। চলতি মাসের শেষ নাগাদ পাঞ্চাব প্রদেশের সন্দেহভাজনদের পায়ে এ চিপ বসানো হবে।

সন্ত্রাসবিরোধী আইন, ১৯৯৭ সালের ‘চতুর্থ তালিকা’ অনুযায়ী সন্দেহভাজনদের চিহিৃত করা হবে। এই তালিকায় নিষিদ্ধঘোষিত জঙ্গি অথবা সাম্প্রদায়িক দল, যারা জননিরপত্তা ও শান্তির জন্য হুমকি সেসেব সুপরিচিত সন্দেহভাজনরা রয়েছে।

পাঞ্জাব সন্ত্রাসবিরোধী বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো পায়ের গোড়ালিতে ট্র্যাকিং ডিভাইস সংযুক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহভাজন এক হাজার ৬শ জঙ্গিকে ইলেকট্রনিক নজরদারি শুরু করবে।’

তিনি বলেন, ‘বেশ কয়েকটি দেশ থেকে আমরা ট্র্যাকিং ডিভাইসগুলি কিনেছি এবং চলতি মাসের শেষ নাগাদ সন্দেহভাজন জঙ্গিদের পায়ের গোড়ালিতে এটি বসানো শুরু হবে। যেসব সন্দেহভাজনকে সংরক্ষিত এলাকায় বসবাসের অনুমতি দেয়া হয়েছে তাদের ডেকে পাঠানো হবে এবং ট্র্যাকিং চিপ বসানো হবে।’

তিনি আরও বলেন, ‘আধুনিক প্রযুক্তির এই ব্যবহার আইনশৃঙ্খলা বাহিনীকে শুধু সন্দেহভাজনদের গতিবিধির ওপর নজরদারিতেই সহায়তা করবে না, বরং সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কেন্দ্রে পৌছতে সাহায্য করবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, পায়ের গোড়ালিতে এই চিপ বসানোর পর সন্দেহভাজনদের সংরক্ষিত এলাকার ছেড়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

তিনি জানান, শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গি সংরক্ষিত এলাকা ছেড়ে যাওয়ার নিষেধাজ্ঞা অমান্যের পরই সরকার তাদের পায়ে চিপ বসানোর এ সিদ্ধান্ত নিয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *