Connect with us

দেশজুড়ে

জঙ্গিবাদ নিচ্ছিন্ন করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলের প্রয়োজন: মানববন্ধন

Published

on

Lakshmipur Manabbandan Pic  03.08.2016

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: বাংলাদেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের নিচ্ছিন্ন করতে হলে সকলকে এখনই ঐক্যবদ্ধ আন্দোলন গড়তে আহ্বান জানানো হয়েছে। দেশ ব্যাপী জঙ্গি হামলা, মাদক ও সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকে হত্যার হুমকীর প্রতিবাদে হাতে হাত রেখে মানববন্ধন কর্মসূচী পালন করেছে লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাব।
আজ বুধবার দুপুর ১২টায় শহরের উত্তর তেমুহনীস্থ জেলা রিপোটার্স ক্লাবের স্থায়ী কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ মানবন্ধনে লক্ষ্মীপুরের স্থানীয় সাংবাদিকগনসহ বিভিন্ন সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন।
এ সময় জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি এ কিউ এম সাহাবউদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জয়’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নারী নেন্ত্রী মমতাজ বেগম, সংগঠনটির সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন জবু, সাবেক সাধারণ সম্পাদক এস এম আওলাদ হোসেন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি নুর আহম্মদ মিলন, সহ-সভাপতি আনিছ কবির, বর্তমান সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মৃধ্যা, অর্থ সম্পাদক আনিছুর রহমান মোহন, দপ্তর সম্পাদক মোঃ রাকিব হোসাইন রনি, প্রচার সম্পাদক মোঃ আলতাফ হোসেন সুমন, সদস্য রুবেল হোসেন, মোঃ জামাল উদ্দিন বাবলু, মাহবুবুর রহমান শিপন, মারজাহান আক্তার সাথী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। বিশ্বের ইহুদি-বেধুইনদের কাছে ইসলাম ধর্মের মুসলমানকে নির্যাতিত করার জন্য জঙ্গি হামলা চালাচ্ছে ধর্ম ব্যবসায়ীরা। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধে হতে হবে। এ সময় বক্তার আরো বলেন, সম্প্রতি স্থানীয় সাংবাদিক এস এম আওলাদ হোসেনকে হত্যার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জোর দাবী জানানো হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *