Connect with us

খেলাধুলা

জাভির অনন্য রেকর্ড

Published

on

স্পোর্টসা ডেস্ক:
আন্দ্রেস ইনিয়েস্তার বদলি হিসেবে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েন জাভি হার্নান্দেজ। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ১৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন বার্সেলোনার এই অভিজ্ঞ মিডফিল্ডার। ছাড়িয়ে যান রিয়াল মাদ্রিদের স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে। মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেলেও ৫-৩ গোলের এগ্রিগেটে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করে বার্সা। মাইলফলকের ম্যাচে দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে স্বদেশী ইনিয়েস্তার বদলি হিসেবে মাঠে নামেন জাভি। অবশ্য, গত কাল (বুধবার) রাতেই হয়তো জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে জাভির পাশে নাম লেখাবেন ক্যাসিয়াস। বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইতালিয়ান জায়ান্ট জুভিদের মুখোমুখি হবে রিয়াল। ফুটবল ক্যারিয়ারে কাতালানদের হয়ে এখন পর্যন্ত তিনটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন জাভি। এখন বার্লিনের ফাইনাল জিতে চতুর্থ শিরোপা জয়ের পালা। ১৯৯৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার চ্যাম্পিয়নস লিগে অভিষেক ঘটে। ম্যানইউর বর্তমান কোচ লুইস ফন গাল তৎকালীন বার্সার কোচের দায়িত্বে ছিলেন। জাভি-ক্যাসিয়াসের পরেই তৃতীয় স্থানে রয়েছেন রিয়ালের সাবেক কিংবদন্তি রাউল গঞ্জালেস। এই স্প্যানিশ স্ট্রাইকার ১৪২টি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামেন। ১৩৭টি ম্যাচ খেলে চার নম্বরে আছেন ম্যানইউর কিংবদন্তি রায়ান গিগস। ১২৫ ম্যাচ খেলা এসি মিলানের কিংবদন্তি মিডফিল্ডার ক্লারেন্স সিডর্ফ পঞ্চম স্থানে অবস্থান করছেন। শীর্ষ দশের বাকিরা হলেন পল স্কোলস (১২৪ ম্যাচ), রবার্তো কার্লোস (১২০), পাওলো মালদিনি (১১৬), কার্লোস পুয়োল (১১৫) ও ক্রিস্টিয়ানো রোনালদো (১১৪)।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *