Connect with us

ঝিনাইদহ

ঝিনাইদহে ১০ কিলোমিটার রাস্তায় তালবীজ ও নিমের চারা রোপন

Published

on

Jhenidah tree plantion Photo 03-09-15

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের তিওড়দহ-লক্ষীপুর গ্রামের ১০ কিলোমিটার রাস্তায় তালবীজ ও নিমের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এ কর্মসূচীর উদ্বোধন করেন। সৌদি নার্সারী এন্ড কৃষি ফার্মের উদ্যোগে কৃষি বিভাগের সহযোগীতায় এ রোপন কর্মসূচী গ্রহণ করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, পদ্মাকর ইউপি চেয়ারম্যান বিকাশ কুমার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমর কুমার মিত্ত, সুজীত কুমার জোয়ার্দ্দার ও সৌদি নার্সারী এন্ড কৃষি ফার্মের স্বত্তাধীকারী ইদ্রিস আলী। তিওড়দহ-লক্ষীপুর গ্রামের ১০ কিলোমিটার রাস্তায় প্রায় ১০ হাজার চারা ও বীজ রোপন করা হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *