Connect with us

ঠাকুরগাঁও

টেনস দিয়ে ইংলিশের পোস্পমর্টাম, রয়েল দীপ্ত প্রকাশনীর শ্রেষ্ঠ লেখক রাণীশংকৈলের মনিরুল

Published

on

SAMSUNG CAMERA PICTURESআনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের তরুণ লেখক মোঃ মনিরুল ইসলাম রয়েল দীপ্ত প্রকাশনী, ঢাকার শ্রেষ্ঠ লেখক হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা পেয়েছেন। ঢাকার বইমেলাসহ দেশের উপজেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশ সাড়া জাগিয়েছে রয়েলসে’র টেনস দিয়ে ইংলিশের পোস্টমর্টাম বইখানি। উপজেলার খঞ্চনা গ্রামের দরিদ্র এক কৃষক ঘরের সন্তান। বাবা দবিরুল ইসলাম ক্যান্সার নামক দুরারোগ্যে আক্রান্ত হয়ে দুই বছর থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই তরুণ লেখক ইতিপুর্বে বাংলা বাক্যকে সহজে ইংরেজী করার কৌশল “ এ্যান এক্সক্লাুসিভ গ্রামার বুক” ও রয়েল’স ম্যাজিক মেথড ” বই দুইটি লিখে বেশ সাড়া পেয়েছিলেন। ঢাকার প্রথম শ্রেণীর প্রকাশনী প্রতিষ্ঠান দীপ্ত প্রকাশনী। ইতিমধ্যে “টেনস দিয়ে ইংলিশের পোস্টমর্টাম” বইটি আবারও বেশ সাড়া জাগিয়েছে। উপজেলার প্রথম শ্রেণীর লাইব্রেরীগুলোতে বই কেনার বেশ আগ্রহ দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে। খুব সাধারণভাবে ছাত্র-ছাত্রীরা বইটি পড়ে সহজে ইংরেজী আয়ত্বে করতে পারছে বলে শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্যতা বেড়েছে। বইটির লেখক প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা জীবনে মেধা তালিকায় উপরের সিড়িতে উঠে আসেন। লেখনি জীবনেও থেমে থাকেননি তিনি সফলতা বয়ে নিয়ে এসেছেন। তিনি দীপ্ত প্রকাশনীর ২০১৫-১৬ সালের শ্রেষ্ঠ লেখকের মর্যাদা পান। প্রশংসা পত্র ও ক্রেস্ট দিয়ে তিনাকে সম্মানীত করা হয়েছে। বর্তমানে তিনি রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা শিক্ষা প্রতিষঠানে ইংরেজি বিষয়ে অধ্যয়নরত। পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল অনলাাইন এডুকেশন ইনষ্টিটিউট, ঢাকা’য় শিক্ষকতা করছেন।
দীপ্ত প্রকাশনীর পরিচালক আমাদের প্রতিনিধিকে জানান, মো. মনিরুল ইসলামের লেখা বইগুলো খুব প্রাঞ্জল। সহজ ভাষায় গোছাল লিখার মান খুব ভাল। শিক্ষার্থীরা উনার লেখনিগুলো খুব সহজে আয়ত্বে করতে পারছে তাই ৩টি বই প্রকাশ হওয়ার সাথে সাথে বেশ সাড়া জাগিয়েছে সবার মাঝে। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও বইগুলো বাজারজাত হতে শুরু করেছে ইতিমধ্যে। আরো কয়েকটি বই প্রকাশনার অপেক্ষায় রয়েছে। খুব শিঘ্রই ওগুলো বের হয়ে সবার মাঝে গ্রহণযোগ্যতা বাড়বে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *