Connect with us

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও পীরগঞ্জে প্যারামেডিকেল কৃর্তি ছাত্রীর বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা কার্যক্রম

Published

on

Thakurgawonপীরগঞ্জ প্রতিনিধিঃ ইন্সটিটিউট অব হেল্থ টেকনোলজি (আইএইচটি), বগুড়ায় ভর্তি হওয়ায় কৃর্তি ছাত্রী জেসমিন আক্তার তার সৌজন্যে নিজ পীরগঞ্জ এলাকার গরীব অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবার মহতী কার্যক্রম প্রদান করেছেন। তার এ মহতী চিকিৎসার জন্য এলাকায় বেশ আলোড়ণ সৃষ্টি করছে।

উক্ত মেধাবী ছাত্রী জেসমিন আক্তার সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) পরীক্ষায় সুনামের সাথে উত্তীর্ণ হয়। এবং ২০১৫ সালে বগুড়ায়-ইন্সটিটিউট অব হেল্থ টেকনোলজিতে লেখাপড়ায় সুযোগ লাভ করে । ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঘঘুয়া গ্রামে তাঁর বাড়ী। উক্ত জেসমিন আক্তারের পিতা আব্দুল জলিল পেশাগত ভাবে একজন পল্লী চিকিৎসক এবং তার মাতা মঞ্জুয়ারা বেগম ব্র্যাক হেলথ প্রোগ্রামের একজন কর্মী। তার পিতা পল্লী চিকিৎসক আব্দুল জলিল (লাইসেন্স নং-৮৮৭) কে চিকিৎসা কার্যক্রমে সাহায্য করছেন। জেসমিন আক্তার উচ্চ শিক্ষায় লেখাপড়ার প্রতি দারুণ আগ্রহী। তারা গ্রামের গরীব পরিবারের অন্তর্ভূক্ত। কিন্তু পিতার আর্থিক অসচ্ছলতার জন্য জেসমিনকে তার লেখাপড়ায় বেগ পোহাতে হচ্ছে। প্যারামেডিকেল, বগুড়ায় ভর্তি হওয়ার সুবাদে উক্ত জেসমিন পীরগঞ্জের নিজ এলাকায় ২৫০জন গরীব ও অসহায় রুগীদের বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা প্রদান কর্মসূচী হাতে নিয়েছে! এ মহতী চিকিৎসা কার্যক্রমে পাঁচশত রুগীকে-সেবা দান করা হচ্ছে। জেসমিন আক্তার জানান, কর্মসূচীর কাজটি অব্যাহত রয়েছে এবং ভবিষৎতে গরীব রোগীদের চিকিৎসা সেবা দান করার অঙ্গীকার করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *