Connect with us

জাতীয়

ঢাকায় জুডিশিয়াল সম্মেলনে আসছেন ৫ দেশের প্রধান বিচারপতি

Published

on


পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিচার বিভাগীয় সম্মেলনে যোগ দিতে ৫ দেশের প্রধান বিচারপতিরা বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। বিচারপতিরা হলেন: আফগানিস্তানের প্রধান বিচারপতি সাইদ ইউসুফ হালিম, ভূটানের প্রধান বিচারপতি লিওনপোশেরিনওয়াংচুক, নেপালের প্রধান বিচারপতি সুশীলাকারকি, শ্রীলংকার প্রধান বিচারপতি কে শ্রিপাভান এবং মিয়ানমারের প্রধান বিচারপতি ইউ তুনহতুনও। সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগামী ২৫ ও ২৬ নভেম্বর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে ‘সাউথ এশিয়া জুডিশিয়াল কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক সম্মেলনটি। এর আয়োজক সুপ্রিম কোর্ট এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

দক্ষিণ এশিয়ার ৫ দেশের প্রধান বিচারপতি ছাড়াও সম্মেলনে অংশ নেবেন বিভিন্ন দেশের বিচারপতি,পরিবেশবিদসহ বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের পরিবেশবিদদেরও অংশ নেওয়ার কথা রয়েছে এ সম্মেলনে। এছাড়া বাংলাদেশের সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতি, পরিবেশবিদ এবং পরিবেশ আদালতের বিচারকরাও সম্মেলনে উপস্থিত থাকবেন।

২০১১ সালে শুরু হওয়া এ সম্মেলন এর আগে পাকিস্তান, শ্রীলংকা, ভুটান ও নেপালে অনুষ্ঠিত হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *