Connect with us

আন্তর্জাতিক

তুরস্কে পৃথক হামলায় ১২ সেনার মৃত্যু

Published

on

Turkiআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিরত এবং দায়ারবাকরি প্রদেশে পৃথক বোমা বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধে ১২ তুর্কি সেনা নিহত হয়েছে। এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও দেশটির সেনবাহিনী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানায়।

সিরত প্রদেশে হাইওয়েতে একটি সেনাবাহিনীর সাঁজোয়া যান চলাচলের পথে রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটলে আট সেনা নিহত হয়। আহত হয় আরো সাতজন। অপরদিকে দায়ারবাকরি প্রদেশে পিকেকে যুদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে আরো চার সেনা নিহত হয়। পিকেকের সঙ্গে তুর্কি সরকারের দুই বছরের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর এ হামলার ঘটনা ঘটল।

এদিকে তুরস্কের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা ইস্তাম্বুলের দোলমাবাচি প্রাসাদের কাছে গোলাগুলির ঘটনায় এক পুলিশ সদস্য সামান্য আহত হয়। ওই ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। প্রাসাদটি ছিল প্রধানমন্ত্রী আহমেদ দাভুতগলুর কার্যালয়। তবে হামলার সময় দাভুতগলু রাজধানী আঙ্কারায় ছিলেন। তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *