Connect with us

দেশজুড়ে

দায়িত্বশীল ব্যক্তিরা সমন্বয় করে কাজ করলে সকল সমস্যার সমাধান সম্ভব -জেলা প্রশাসক, পাবনা

Published

on

 
পাবনা প্রতিনিধি:
পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলেছেন, জেলার দায়িত্বশীল ব্যক্তিরা সমন্বয় করে কাজ করলে সকল সমস্যার সমাধান সম্ভব। সমস্যা সমাধান হলেই উন্নয়ন ত্বরান্বিত হবে। সমন্বিতভাবে কাজ করার ফলে জেলায় উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসন মিলনায়তনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, নিজেদের দায়িত্ব সম্পর্কে সকলকে আরো সচেতন হতে হবে, তবেই অচিরেই পাবনা একটি উন্নত জেলায় পরিণত হবে।
সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক পরিতোষ কুমার বলেন, সরকারি এডওয়ার্ড কলেজে স্মৃতিসৌধ ও শহীদ মিনার তৈরি হচ্ছে যা বর্তমানে ২৬ হাজার শিক্ষার্থী ও বাইরের দর্শনার্থীদের উপযোগী হবে। এজন্য পুরাতন শহীদ মিনারটি ভেঙ্গে ফেলা হবে। এ সময় কেউ যাতে শহীদ মিনার ভাঙ্গা নিয়ে কোন প্রপাগান্ডা ছড়িয়ে উন্মাদনা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ও পাবনা পৌরসভায় বেশি পরিমাণ বিদুৎ বিল বকেয়া রয়েছে।
এছাড়াও বর্তমান ভূমিকম্প নিয়ে সবাইকে সজাগ থাকা এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। নাশকতার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিবেশ ভালো রয়েছে। জেলায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী রয়েছে।
জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রসাশক মোল্লা মাহমুদ হাসান, সহকারী পরিচালক ডা. নারায়ণ চন্দ্র দে, পাবনা সিভিল সার্জন ডা. শহিদ মো. সাদিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মো. জামানুর রহমান, শিক্ষা প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী আটম মারুফ আল ফারুকী, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক পরিতোষ কুমার, ভোক্তা অধিকারের মো. হাসানুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানা ইসলাম, সুজানগর উপজেলা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, আটঘোরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলিমুর রাজিব, বিটিভি প্রতিনিধি অধ্যক্ষ আব্দুল মতিন খান, বাসস প্রতিনিধি অধ্যাপক রফিকুল ইসলাম সুইট, বেতার প্রতিনিধি সুশীল তরফদার, আঞ্চলিক পাসপোর্ট কর্মকর্তা মোতাহার হোসেন প্রমুখ।
পুলিশ সুপার বলেন, সকলের সহযোগিতায় পাবনায় একটি শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। নাশকতাকারীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই। জনজীবন সুন্দর রয়েছে। নাশকতাকারীদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। অচিরেই পাবনা উন্নত জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *