Connect with us

দেশজুড়ে

দুই বোনকে গণধর্ষনের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

Published

on

News Pic-2রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কমলনগরে দুই কিশোরী বোনকে গণধর্ষনে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবলীগ। আজ মঙ্গলবার সকালে শহরের তমিজ মার্কেট যুবলীগের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহব্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপু, পৌর যুবলীগের আহব্বায়ক আল-আমিন ভূঁইয়া, যুগ্ম আহব্বায়ক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পী, সদর (পশ্চিম) যুবলীগের আহব্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহব্বায়ক মাহবুবুল হক মাহবুব, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহব্বায়ক মিজান পাটোয়ারী, সদর উপজেলা তৃণমূললীগের আহব্বায়ক ওমর ফারুক আল মানিক, সাবেক জেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি মোফাচ্ছেল হোসেন চুন্নু, ইকবাল হোসেন হ্যামেল ক্বারী, জেলা প্রজন্মলীগের সভাপতি তফছির আহম্মদ প্রমূখ।
এতে বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মসূচি দেখে একটি মহল ধর্ষনের মত একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। এসময় দুই কিশোরী বোনকে গণধর্ষনের জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
উল্লেখ্য, ২৯ মার্চ মঙ্গলবার রাতে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে একটি পরিত্যাক্ত বাড়িতে দুই বোন গণধর্ষণের শিকার হন। ঘটনার ৮দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *