Connect with us

জাতীয়

দুই বছরের জন্য হাইকোর্টে ১৮ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ

Published

on

গতকাল বুধবার সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দুই বছরের জন্য হাইকোর্টে ১৮ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৬ জন জেলা জজ রয়েছেন, বাকিরা সুপ্রিম কোর্টের আইনজীবী।

শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। গতকাল বিচারক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন—ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক জেলা জজ মো. আবু আহমদ জমাদার, পিআরএল ভোগরত আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (জেলা জজ) মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হাসান মোল্লা, ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকা বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, অ্যাডভোকেট এস. এম আব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মহিউদ্দিন শামীম, অ্যাডভোকেট মো. রিয়াজ উদ্দিন খান, অ্যাডভোকেট মো. খায়রুল আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস. এম মনিরুজ্জামান, অ্যাডভোকেট আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও অ্যাডভোকেট ড. কে. এম হাফিজুল আলম।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন বিচারকদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *