Connect with us

দেশজুড়ে

দুর্নীতি মামলায় বেরোবির সাবেক উপাচার্য কারাগারে

Published

on


দুদকের করা দুর্নীতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল জলিল ও সাবেক রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে রংপুর জেলা জজ আদালত না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অপর তিন আসামি উপ-রেজিস্ট্রার, মোরশেদ উল আলম রনি, উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ টি জি এম গোলাম ফিরোজ ও সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) শাহ খন্দকার আশরাফুল ইসলাম পলাতক রয়েছেন।

এর আগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ২০১৩ সালের ১২ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া ও রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় কোতোয়ালি থানায় এই মামলা করেন দুদকের সমন্বিত রংপুর জেলার উপপরিচালক মো. আবদুল করিম।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *