Connect with us

জাতীয়

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে -শিল্পমন্ত্রী

Published

on

Amir_hossain_amuস্টাফ রিপোর্টার:

”দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে যাতে নতুন করে কেউ এ অবস্থার অবনতি ঘটাতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।” বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটবে না। “নির্বাচনে যাতে কেউ পেশীশক্তির ব্যবহার করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে,” যোগ করেন আমু। এসময় বাণিজ্যমন্ত্রী তোফেয়েল আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *