Connect with us

বিবিধ

দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৬ কোটির বেশী

Published

on

bdp_02566প্রযুক্তি ডেস্ক: দেশে বর্তমানে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেছে। চলতি বছরের মার্চ মাসে প্রকাশিত বিটিআরসির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার। ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ৫ কোটি ৮৩ লাখ, আর জানুয়ারিতে ৫ কোটি ৬১ লাখ।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই এ সেবা নিচ্ছেন মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট গ্রাহক বাড়লেও ওয়াইম্যাক্স ইন্টারনেটে আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা।
এদিকে মোবাইলে ইন্টারনেট গ্রাহক সংখ্যা বাড়লেও মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা কমতে শুরু করেছে। বিটিআরসির প্রতিবেদনেই এ তথ্য পাওয়া গেছে। তথ্য মতে, মার্চে দেশে ছয়টি মোবাইল ফোন অপারেটরের হাতে মোট ১৩ কোটি ৮ লাখ ৮১ হাজার গ্রাহক ছিল। অথচ গত ডিসেম্বরেও এই সংখ্যা ছিল ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *