Connect with us

দেশজুড়ে

দৌলতপুরে ব্র্যাকের টাকা ছিনতাই, পরে উদ্ধার, রিভলবারসহ আটক-১

Published

on

ঘিওর প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় খলসী ইউনিয়নের চারাখালী (কুমুরিয়া) নামক স্থানে ব্র্যাকের প্রায় ছয় লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গত রবিবার বিকেল ৩ টার দিকে জিয়নপুরের শ্যামগঞ্জ বাজার থেকে ব্র্যাকের মেলা প্রোগ্রাম ম্যানেজার মো. ইসমাইল হোসেন ও ক্যাশিয়ার মো. সোলায়মান হোসেন পাঁচ লক্ষ সাতাশি হাজার পাঁচশত টাকা নিয়ে মোটর সাইকেলযোগে উত্তরা ব্যাংক লিমিটেড, ঘিওর শাখায় জমা দেয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত এলাকায় আসার পর চারজন ছিনতাইকারী পিস্তল উচিয়ে তাদের গতিরোধ করে চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। লোকজন আসার পূর্বেই তাদের দু’জনকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতে আহত করে দ্রুত টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। এ সময় দূর্বৃত্তরা তাদের একটি মোবাইল ফোনও নিয়ে যায়। ঘটনার সময় রাস্তাটি ফাঁকা ছিল বলে ব্র্যাকের উক্ত কর্মকর্তা দু’জন জানিয়েছেন। আহত কর্মকর্তাদের প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে মুন্নু মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। এদিকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দৌলতপুর থানা পুলিশ বাঘুটিয়া ইউয়িনের পারুলিয়া বাজার থেকে দুইলক্ষ টাকা, একটি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ একজন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। তার নাম আরব আলী, সে আলোকদিয়া চরের মৃত জুরান সিকদারেরর পুত্র বলে জানা যায়। তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আব্দুল কাদের, রশিদ ও শুভ নামে ঘটনার সাথে জড়িত বাকী তিনজনের নাম উদ্ধার করা হয়। এদের চারজনের নামেই দৌলতপুর থানায় ছিনতাই ও অস্ত্র মামলাসহ দু’টি মামলা হয়েছে। মামলা নং ৮ ও ৯।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জানান বাকী টাকা উদ্ধার ও অন্যান্যদের গ্রেফতারের তৎপরতা চলছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *