Connect with us

দিনাজপুর

নবাবগঞ্জে বঙ্গবন্ধুর ৯৭তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Published

on

nnnn

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: বৃহস্পতিবার সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০১৬ পালিত হয়েছে। উপজেলার প্রশাসনের আয়োজনে শিশু কিশোর সমাবেশ ও র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতা, মসজিদ-মন্দির-গীর্জা ও প্যাগোডায় দোয়া ও বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়। র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা মিলনাতায়নে ইউএনও মোঃ বজলুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ দবিরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে রচনা ও চিত্র অঙ্কন বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন সংসদ সদস্য শিবলী সাদিক। এদিকে ৯নং কুশদহ ইউনিয়নে কলেজ, হাই স্কুল, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডেনসহ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্দেগ্যগে আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে শিক্ষার্থীদের বক্ততিতা প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *