Connect with us

দিনাজপুর

নবাবগঞ্জে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উৎযাপন

Published

on

নবাবগঞ্জ প্রতিনিধি: উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে পালিত হয়েছে বাঙ্গালি জাতির প্রাণের উৎসব ১লা বৈশাখ বাংলা নববর্ষ-১৪২৪।

প্রতিবারের ন্যায় শুক্রবার সুর্যদ্বয়ের পর পরে পুরুষরা ধুতি পাঞ্জাবী, গলায় গামছা, মেয়েরা লাল পাড় সাদা শাড়ী মাথায় ফুলের বালা। স্কুলের শিক্ষার্থীদের হাতে একতারা, পালকী ও ঢাক- ঢোল সহ বিভিন্ন সাজ সজ্জায় সজ্জিত হয়ে উপজেলা পরিষদ চত্বরের আ¤্রতলে জড়ো হতে থাকে নানা বয়সের মানুষ।

পরে সকাল ৮টায় সর্বস্তরের জনসাধারনের অংশগ্রহনে ঢাক-ঢোলের তালে তালে শুরু হয় বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বর আ¤্রতলায় এসে শেষ হয়। মঙ্গল শোভা যাত্রায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ, সহকারী কমিশনার(ভুমি) মৌসুমী আফরিদা, থানার ওসি মো. ইসলামাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আমির হোসেন, মোঃ সাদেকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান প্রমুখ অংশ গ্রহন করে।

শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা আধুনিক রবীন্দ্র, নজরুল, লালন বাউল গানে মাতিয়ে তোলে। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনে পান্তা ভাতের আয়োজন সহ বিভিন্ন কর্মসুচী উৎযাপন করেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *