Connect with us

দিনাজপুর

নবাবগঞ্জে ৬জন পুরুষ ও ৪জন নারী মাদক ব্যবসায়ীকে পুর্ণবাসনে সেলাই মেশিন বিতরণ

Published

on

নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ৬জন পুরুষ ও ৪জন নারী মাদক ব্যবসায়ীকে পর্ণবাসনের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে রোববার বৈকাল ৪টায় । উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে সন্ত্রাস ,জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা ও মাদক ব্যবসায়ীদের পুর্ণবাসনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় সভাপতিত্ব করে অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন । এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ হামিদুল আলম । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ, বিরামপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ মোঃ মোশারফ হোসেন , উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আমির হোসেন , সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, পুটি মারা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, শালখুরিয়া ইউপি চেয়ারম্যান এনামুল হক , উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ, প্রমুখ। উল্লেখ্য উপজেলার ১০জন মাদক ব্যবসায়ী মাদকের কুফল বুঝতে পেরে অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসতে পুলিশ সুপারের কাছে আতœসমর্পণ করেন। পরে থানা পুলিশের অর্থায়নে ওই ১০জনকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আতর্œকর্মসংস্থানের জন্য ১টি করে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার হামিদুল আলম। বিতরণ শেষে পুলিশ সুপার বলেছেন জনগনের নিরাপত্তার দায়িত্ব পালনকারী সংস্থার নাম পুলিশ। জনসাধারণ যাতে নিরাপদে বসবাস করতে পারে পুলিশ তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবে। ব্যর্থ হলে এবং সুনিদিষ্ঠ অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। মাদক থেকে যারা স্বাভাবিক জীবনে ফিলে আসলো তাদের পাশে রয়েছে পুলিশ । সন্ত্রাস ও জঙ্গিবাদ সর্ম্পকে বলেছেন সমাজের এক শ্রেনীর মানুষ ধর্মের আড়ালে একাই জীবন যাপন করে সাধারন মানুষের সাথে চলাফেরা করেনা গোপনে বাড়ি ভাড়া নিয়ে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করে এদের ধরিয়ে দিন। তারা দেশ জাতীর দুশমন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন মাদক ব্যবসা থেকে যারা স্বেচ্ছায় ভাল পথে ফিরে আসবে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুর্ণবাসনে সহায়তা করা হবে। সহকারি পুলিশ সুপার বলেছেন সন্ত্রাস,জঙ্গিবাদও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ । তারা যত বড়ই প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *