Connect with us

আন্তর্জাতিক

নাইজেরিয়ার মাইদুগুরি শহর দখলে বোকো হারাম

Published

on

e150747fe5f24965891719b1db921acc_18আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মাইদুগুরি দখলে হামলা চালিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বোকো হারাম। এতে নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যসহ কয়েকডজন লোক নিহত হয়েছে। তবে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ শহরটি জঙ্গিদের কবলে চলে গেছে কিনা তা এখনও অস্পষ্ট। রোববার (২৫ জানুয়ারি) মাইদুগুরি অভিমুখে যাত্রা করার আগে উত্তর-পূর্বাঞ্চলের আরেক শহর মনগুনো দখল করে নেয় বোকো হারাম। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, সবশেষ তথ্যমতে জঙ্গিরা মাইদুগুরির চারপাশে অবস্থান নিয়েছে। এই গুরুত্বপূর্ণ শহরটিও তাদের দখলে চলে যেতে পারে। তারা শঙ্কাবোধ করে বলেন, যদি মাইদুগুরি বোকো হারামের কবলে চলে যায়, তবে নাইজেরিয়ার মধ্যাঞ্চলের দিকে সন্ত্রাসী গোষ্ঠীটির অগ্রযাত্রা অনেক বেশি গতিলাভ করবে। সংবাদ মাধ্যমগুলো বলছে, সন্ত্রাসীরা যখন মাইদুগুরি অভিমুখে এগিয়ে আসছে ঠিক সে মুহূর্তে নাইজেরিয়ার রাজধানী আবুজায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে অস্থিতিশীল আফ্রিকান দেশটির ‘নতুন মান নির্ধারণে’ আগামী মাসে শান্তিপূর্ণ ভোট আয়োজনের আহ্বান জানাতে তিনি দেশটিতে গেলেন। এছাড়া, বোকো হারামের বিরুদ্ধে সংগ্রামরত নাইজেরিয়ার প্রতি সংহতি জানাতেও কেরি আবুজায় গেলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাগুলো। পশ্চিমা শিক্ষাকে ‘নিষিদ্ধ’ করে ইসলামি শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন শুরু করে বোকো হারাম। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা এখন বোকো হারামেরই দখলে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *