Connect with us

আন্তর্জাতিক

নেতাজির বিষয়ে ৬৪ গোপন নথি প্রকাশ

Published

on

netajiনেতাজি সুভাষ চন্দ্র বসু সংক্রান্ত ৬৪টি গোপন নথি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার এই নথিগুলো ডিভিডি আকারে প্রকাশ করা হল।  ওয়ান ইন্ডিয়া ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নেতাজির পরিবারের হাতে এই ডিভিডি তুলে দিলেন নগর পাল সুরজিত্ কর পুরকায়স্থ। এই নথিতে মোট ১২,৭৪৪ পাতা। এছাড়া কলকাতার জাদুঘরে সেগুলো প্রদর্শনের জন্য রাখা হয়েছে।

নথি প্রকাশের আগে সূত্র জানায়, নেতাজি কমপক্ষে ১৯৬৪ সাল পর্যন্ত বেঁচে ছিলেন বলে যথেষ্ট আনুষঙ্গিক তথ্য-প্রমাণ ওই গোপন নথিতে থাকতে পারে।

সম্ভবত ১৯৬৪ সালের ফেব্রুয়ারির কোনো এক সময় নেতাজি ভারতে ফিরে আসতে পারেন বলে ষাটের দশকে এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়। তখন তার বয়স হতো ৬৭ বছর।

আগামী ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন নেতাজির পরিবারের সদস্যরা। কেন্দ্রের কাছে নেতাজি সংক্রান্ত যে গোপন নথি রয়েছে সেগুলির প্রকাশ করার অনুরোধ জানানো হবে প্রধানমন্ত্রীকে। রাজ্যের কাছে যে ফাইলগুলি রয়েছে তার থেকেও বেশি বিস্ফোরক তথ্য কেন্দ্রের কাছে রাখা নথিতে রয়েছে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, ফাইলগুলির গোপনীয়তা ভাঙা হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *