Connect with us

খেলাধুলা

নেলসনে গতির ঝড় তুলতে চান শফিউল

Published

on

s-3স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের ১৫ সদস্যের দলেই ছিলেন না গত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটারটি। তবে ভাগ্য সুপ্রমন্ন হলে কিভাবে আটকানো যায়! আটকানো গেল না শফিউলকেও। আল আমিনের বহিস্কার সম্ভাবনা খুলে দেয় শফিউলের সামনে। তবে, শ্রীলংকার বিপক্ষে মেলবোর্নে সেরা একাদশে থাকতে না পারলেও নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে সেরা একাদশে থাকার ব্যাপারে আশাবাদী শফিউল। শুধু তাই নয়, নেলসনে গতির ঝড়ও তুলতে চান তিনি। শফিউলের বিশ্বাস, নেলসনের উইকেটে স্কটিশদের ওপর প্রভাব বিস্তার করার মতো তারকার অভাব নেই বাংলাদেশের বোলিং লাইনআপে। নেলসেনের সেক্সটন ওভালে বৃহস্পতিবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সামনে রেখে পেসারদেরও কঠোর পরিশ্রম করাচ্ছেন বোলিং কোচ হিথ স্ট্রিক। অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের বোলারদের ওপর নিজের আস্থার কথা জানান শফিউল। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের বোলিং লাইনআপ যথেষ্ট ভালো। কেননা রুবেল, মাশরাফি ভাই, তাসকিনের মতো পেসার রয়েছে আমাদের দলে।’ সেক্সটনের উইকেট বাংলাদেশের বোলারদের জন্য সহায়ক মন্তব্য করে শফিউল বলেন, ‘এখানকার কন্ডিশনে আমাদের জন্য ভালো সাহায্য আছে। আমরা যদি ভালো জায়গায়, ভালো লাইন লেন্সে বল করতে পারি, তাহলে সাফল্য পাওয়া অবশ্যই সম্ভব।’ সেরা একাদশে ঠাঁই মিলবে কি না শফিউলের সেটা নিশ্চিত নয়। তবে সুযোগ পেলে তার সদ্ব্যবহার করতেও উন্মুখ হয়ে আছেন গত বিশ্বকাপে ৬ উইকেট পাওয়া এই পেসার। তিনি বলেন, ‘এ রকম কন্ডিশনে যদি সুযোগ পাই, তাহলে নিজের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করব। গতবার (গত বিশ্বকাপে) যেমন করেছিলাম, ওরকম কিছু করার জন্য চেষ্টা করব।’ স্পিনার হিসেবে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদদের ওপর অনেক আস্থা শফিউলের। তিনি বলেন, ‘স্পিন বিভাগে সাকিব ভাই, রিয়াদ ভাই আছে। সবাই ভালো করছে। তো একটা দিন (শ্রীলংকার বিপক্ষে) হয়ত খারাপ গেছে, এটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে ভালো হবে।’ স্কটিশদের নিয়ে সমীহও ঝরেছে শফিউলের কণ্ঠে, ‘ওদেরকে অবশ্যই সহজভাবে দেখার সুযোগ নেই। আমাদের সেরা খেলা খেলতে হবে। আমরা যদি ভালো এবং মান অনুযায়ী খেলতে পারি, তাহলে যে কোনো দলের বিপক্ষে জেতা সম্ভব। শুধু তাই নয়, আমরা যদি ভালো খেলতে পারি, ভালো করতে পারি, তাহলে অবশ্যই দ্বিতীয় রাউন্ডে যাওয়া সম্ভব।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *