Connect with us

দেশজুড়ে

নড়াইলে শুভ্রা মুখার্জী আত্মার শান্তি কামনায় “শুভ্রা মুখার্জী ফাউন্ডেশন”- এর উদ্যোগে স্মরণসভা

Published

on

School

নড়াইল প্রতিনিধি: ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সহধর্মিনী শুভ্রা মুখার্জীর আত্মার শান্তি কামনা করে নড়াইলে শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার স্মরণসভার আয়োজন করা হয়। পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে স্মরণ সভার শুভ সূচনা ঘটে। শুভ্রা মুখার্জীর আত্মার সদগতি কামনায় পবিত্র গীতা পাঠ করেন প্রয়াত শুভ্রা মুখার্জীর ভাইঝি ও শুভ্রা মুখার্জী প্রি-ক্যাডেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক রূপা ঘোষ। শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের পরিচালক অয়ন রঞ্জন দাসের সভাপতিত্বে এ স্মরণ সভায় অন্যান্যের বক্তব্য রাখেন শুভ্রা মুখার্জী প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শিল্পী পাল, সিনিয়র সাংবাদিক উজ্জ্বল রায়, শুভ্রা মুখার্জীর মামাতো ভাই কার্ত্তিক ঘোষ প্রমুখ। বক্তারা বলেন, ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জীর স্মৃতি বিজড়িত নড়াইলে অবস্থিত “শুভ্রা মুখার্জী ফাউন্ডেশন” এর নিজস্ব জায়গা ও প্রশাসনিক ভবন নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ শেখ হাসিনা সহ যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। স্মরণ সভার অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল প্রয়াত শুভ্রা মুখার্জীর জীবনী নিয়ে আলোচনা, আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন ও প্রসাদ বিতরণ। আলোচনা সভা ও প্রসাদ বিতরণের পর শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের পরিচালক অয়ন রঞ্জন দাসের সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে স্মরণ সভার সমাপ্তি ঘটে। উল্লেখ্য যে, গত ১১ই সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০:৫১ মিনিটে দিল্লীর সামরিক হাসপাতালে ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সহধর্মিনী ও নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারই ধারাবাহিকতায় নড়াইলে বিভিন্ন স্তরের জনগণ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শোক সভার আয়োজন করে। বিগত ২০১৩ সালের ৫ই জানুয়ারী নড়াইলের ভদ্রবিলা গ্রামে পিত্রালয়ে ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে এক রাষ্ট্রীয় সফরে নড়াইলে এসে শুভ্রা মুখার্জী ফাউন্ডেশন ও মামা বাড়িতে একটি মন্দির নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত করেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *