Connect with us

দেশজুড়ে

পঞ্চগড়ের আটোয়ারীতে ভূট্টার বাজার মধ্যস্বত্ব ভোগীদের দখলে

Published

on

আটোয়ারী প্রতিনিধি,পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারীতে চলতি বছর ভূট্টার বাম্বার ফলন হয়েছে। চাষিরা আগাম ফসল কাটতে শুরু করায় বাজারে আসতে শুরু করেছে নতুন ভূট্টা। কিন্তু বাজার নিয়ন্ত্রর করেছে মধ্য স্বত্ব ভোগীরা । তাদের তৎপরতায় কষক উৎপাদিত ফসল কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। মাড়াই করার পর পরই কাঁচা ভূট্টা ৬০০-৬৫০টাকা বিক্রি হচ্ছে। আর শুকনো ভূট্টা ৭০০-৭৫০ বিক্রি হচ্ছে। গত বছর ভূট্টার দাম ছিল ৯০০-৯৫০ টাকা উপজেলায় চলতি মৌসুমে ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে ভূট্টার আবাদ করা হয়েছে। গত বছর ভূট্টার আবাদ হয়েছিল ৭ হাজার ৫০০ হেক্টর জমিতে। অথ্যৎ চলতি মৌসুমে অনেক বেশি জমিতে ভূট্টার আবাদ হয়েছে। উপজেলার বলরামপুর ইউনিয়নের ভূট্টার চাষি অনিল চন্দ্র জানান ফলনের দিক দিয়ে কোন সমস্য নেই তবে আমাদের কাছ থেকে যারা কিনছে তারা ন্যায্য দাম দিতে চাচ্ছে না। এ ব্যাপাড়ে সরকারের সংশিষ্ট কর্তৃপক্ষ যেন সু-দৃষ্টি দেয় তবে আমরা ন্যায্য দাম পাব। তিনি আরো জানান ফলন ভাল হলেও বাজারে বিক্রি করতে হচ্ছে কম দামে। বেশি দামের আশায় থাকলে চাষ করা হবে না। সে কারণে ভূট্টার পাকার পরেও অনেক কৃষক তা কাটতে উদ্যেগী হচ্ছে না । পাকা ভূট্টা বেশি দিন জমিতে রাখা যায় না। ভূট্টা কৃষকরা অভিযোগ করেন অনেক ব্যবসায়ী এখন ভূট্টা কিনে মজুদ করে রাখছেন। কিন্তু আমরা (কৃষকরা) সেই বেশি দামে সুফলটা পাবো না কেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *