Connect with us

আন্তর্জাতিক

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত,নরওয়ে-ফিলিপিনের রাষ্ট্রদূতসহ ১১ বিদেশীর মৃত্যু

Published

on

2015-05-08_3_464582অনলাইন ডেস্ক:  পাকিস্তানের পাহাড়ি এলাকায় বিদেশি কূটনীতিকদের বহনকারী একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নরওয়ে ও ফিলিপিনের রাষ্ট্রদূত এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রীসহ ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার নালতার উপত্যকার বালতিস্তানে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। খবর দ্য ডন, আল জাজিরার।
মেজর জেনারেল আসিম বাজওয়া এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন বলে দ্য ডনে প্রকাশ করা হয়েছে।
খবরে জানানো হয়েছে, হলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আরো দুইজন পাইলট নিহত হয়েছেন। নালতার উপত্যকায় একটি স্কুলের ওপর এটি ধ্বংস হয়। আহতরা জানিয়েছেন, সেখানে পলিশ ও ডাচ রাষ্ট্রদূতও আহত হয়েছেন। নিহত দুই পাইলটের নাম সম্ভবত মেজর আলতামাশ ও মেজর ফাইসাল বলে জানানো হয়েছে।
মেজর জেনারেল আসিম বাজওয়ার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এমআই-১৭ হেলিকপ্টারটি ১৭ জনকে বহন করে ওই উপত্যকার উপর দিয়ে যাচ্ছিল। ১৭ জনের মধ্যে ১১ জনই ছিল বিদেশি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *