Connect with us

জাতীয়

পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

Published

on

পাবনা-ঈশ্বরদী মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসটি আটক করা হয়। এছাড়া দুর্ঘটনার প্রতিবাদে গাছের গুঁড়ি ফেলে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, পাবনা থেকে সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঈশ্বরদী যাচ্ছিল। পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল নামক স্থানে পুলিশ বাসটিকে থামার নির্দেশ দেন। কিন্তু বাসের ড্রাইভার নির্দেশ অমান্য করে দ্রুত সেই স্থান ত্যাগের চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত এবং আরও তিনজন আহত হন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, পুলিশ সদস্যরা নিহতদের লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে। পরে তাদের শান্ত করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *