Connect with us

দেশজুড়ে

বাংলাদেশ হেরে যাওয়ায় খেলা পাগল উজির আলীর মৃত্যু

Published

on

নাটোর প্রতিনিধি:
ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ দলের পরাজয় সহ্য করতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রামের এক ক্রীড়ামোদী।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী জানান, গোপালপুর পৌর এলাকার কেশবপুর মহল্লার মৃত রমজান আলীর পুত্র উজির আলী (৪৫) বৃহস্পতিবার বিকেলে নিজ ঘরে বসে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারতের খেলা দেখছিলেন। খেলার মাঝামাঝি পর্যায় থেকে বাংলাদেশ দলের পরাজয় অনুমান করে তিনি উত্তেজনায় ঘরের মধ্যে পাঁয়চারি করছিলেন। বাংলাদেশের শেষ উইকেট পড়ে যাওয়ার সাথে সাথে তিনি বুক চাপড়ে আর্তনাদ শুরু করেন এবং ঘরের মেঝেতে পড়ে যান। এ সময় তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন বলে পরিবারের সদস্যদের জানান। পরিবারের লোকজন তড়িঘড়ি করে তাকে নিয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হলেও কিছুদূর যেতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শত শত ক্রিকেট ভক্ত ও সাধারণ মানুষ উজির আলীর বাড়িতে ভিড় জমান।
উজির আলী পেশায় ছিলেন একজন নির্মাণশ্রমিক। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। এলাকায় তিনি বরাবরই খেলা পাগল মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *