Connect with us

জাতীয়

পেট্রলবোমা হামলাকারীকে দেখামাত্রই গণপিটুনি -ভূমিমন্ত্রী

Published

on

স্টাফ রিপোর্টার:

পেট্রলবোমা হামলাকারীকে বর্জন ও দেখামাত্রই গণপিটুনি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে বলেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। গত কাল দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘মানবাধিকার রক্ষায় চলমান রাজনীতি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, “পেট্রলবোমা হামলাকারীরা দেশ ও সমাজের শত্র“, সমাজের শত্র“। জামায়াত-বিএনপি আন্দোলনের নামে দেশে তাণ্ডব চালিয়ে নীরিহ মানুষকে পুড়িয়ে মারছে।” তাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত রাজনীতির নামে অপরাজনীতি করছে। তাদের এ আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। নীরিহ মানুষকে খুন করে ক্ষমতায় যাওয়া অপচেষ্টা মাত্র।” তিনি বলেন, তাদের এ জঘন্যতম আচরণে দেশের সাধারণ মানুষ এখন থু থু ফেলছে। তাই এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার হতে হবে।
ইউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান মো. সাইদুল হক সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরিন আক্তার, ইউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক আলী আহমেদ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন মুন্না।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *