Connect with us

ঢাকা বিভাগ

ফরিদপুরে অভ্যন্তরীন কোন্দলে জেলা বিএনপির সম্মেলন স্থগিত।

Published

on

bbnpফরিদপুর জেলা প্রতিনিধি ঃ ফরদিপুর জলো বএিনপরি আভ্যন্তরীন কোন্দল বশে পুরনো। তারপরও মাঝে মধ্যে দলরে ঐক্য নয়িে আশার আলো দখো গলেওে শষে মুর্হুতে এসে পুরনো কোন্দলই উস্কে ওঠ।ে এবারও তার ব্যতক্রিম হয়ন।ি ফরদিপুর জলো বএিনপরি সম্মলেন নয়িে দলরে মাঝে গ্রুপংি বশে চাঙা থাকলওে হঠাৎ করে নতোরা একমঞ্চে আসায় দলরে তৃনমূলরে নতো-র্কমীরা আশার আলো দখেতে পান। কন্তিু দু’দনি পরই সে আশা নরিাশায় পরনিত হয়। গত কয়কেমাস ধরে ফরদিপুর জলো বএিনপরি সম্মলেন নয়িে একাধকি গ্রুপ সক্রয়ি ছলি। কন্দ্রে থকেে সম্মলেন করার নর্দিশেনা আসার পর নড়ে চড়ে বসনে দলরে নতোরা। শুরু করনে তাদরে প্রচারনা। কন্দ্রেীয় নতোদরে নজর কাড়তে শহরজুড়ে ফস্টেুন লাগানো হয়। সভাপত,ি সাধারন সম্পাদক ও সাংগঠনকি সম্পাদক পদ প্রত্যাশীরা শুরু করনে ব্যাপক লবংি। আসন্ন সম্মলেনকে সামনে রখেে পদ প্রত্যাশী নতোরা ব্যাপক প্রচারনাও চালান। অব্যাহত রাখনে কন্দ্রেীয় নতোদরে সাথে লবংি। কন্তিু শষে মুর্হুতে এসে সবকছিু ভন্ডুল হয়ে যায়।
ফরদিপুর জলো বএিনপরি র্দীঘদনিরে কোন্দল কছিুটা হলওে থমকে ছলি কয়কেদনি। গত বৃহস্পতবিার শহর ও কোতয়ালী থানা বএিনপরি সম্মলেনে জলোর দুটি গ্রুপ একমঞ্চে আসায় বশে আলোচনার সৃষ্টি হয় দলীয় নতো-র্কমীদরে মাঝ।ে একই মঞ্চে চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও শাহজাদা ময়িা থাকায় নতো-র্কমীরা মনে করছলি, এবার কোন্দল হয়তো মটিব।ে কন্তিু সটো আর হয়ন।ি জলো বএিনপরি প্রতনিধিি সভাকে সামনে রখেে ফরে গ্রুপংিয়ে জড়য়িে পড়ে দুটি পক্ষই।
রববিার ফরদিপুর শহর ও কোতয়ালী বএিনপরি কমটিি ঘোষনা করা হয়। এ নয়িে একটি পক্ষ বশে ক্ষুব্দ। অন্যদকি,ে জলো বএিনপরি প্রতনিধিি সভা অনুষ্ঠতি হবার কথা ছলি সোমবার। সবকছিু ঠকি থাকলওে শষে মুর্হুতে এসে দলীয় কোন্দলরে কারনে স্থগতি হয়ে যায় প্রতনিধিি সভাট।ি এ নয়িে চরম ক্ষুব্দ দলরে বশেীর ভাগ নতো। প্রতনিধিি সভা বন্ধ হওয়ায় এক পক্ষ অপর পক্ষকে দায়ী করছেনে। জলো বএিনপরি প্রতনিধিি সভাটি স্থগতি হওয়ায় দলরে সুবধিাবাদী একটি পক্ষ লাভবান হয়ছেে বলে মনে করনে তৃনমূল নতো-র্কমীরা। খোঁজ নয়িে জানাগছে,ে জলো বএিনপরি প্রতনিধিি সভাটরি সভাপতত্বি করা নয়িইে মূলত শুরু হয় বাদানুবাদ। জলো কমটিরি সভাপতি জহরিুল হক শাহজাদা ময়িাকে বাদ দয়িে ভারপ্রাপ্ত সভাপতি শহীদ পারভজেকে দয়িে প্রতনিধিি সভাটি করার ঘোষনা দয়ো হলে বক্ষিুব্দ হয়ে ওঠে একটি পক্ষ। তারা যে কোন মূল্যে সভা না করতে দবোর ঘোষনা দয়ে। ফলে সভার প্রচার মাইক বন্ধ করে দয়ো হয়। শষে মুর্হুতে এসে প্রতনিধিি সভাটি ভন্ডুল হওয়ায় দলরে নতোরা চরমভাবে ক্ষুব্দ হন। ক্ষুব্দ নতো-র্কমীরা র্বতমানে মারমুখি অবস্থানে রয়ছে।ে শষে মুর্হুতে কনে স্থগতি হলে বএিনপরি প্রতনিধিি সভা এ প্রশ্নটি এখন দলরে নতো-র্কমীদরে মুখে মুখ।ে
জলো বএিনপরি সভাপতি জহরিুল হক শাহাজাদা ময়িা সম্প্রতি বএিনপরি চয়োরপার্রসন বগেম খালদো জয়িার উপদষ্টো হসিাবে মনোনীত হন। ফলে দলরে বভিন্নি র্কমসূচতিে সভাপতত্বি করে আসছলিনে দলরে সহ সভাপতি শহীদ পারভজে। দলরে ভারপ্রাপ্ত সভাপতি হসিাবওে তনিি বভিন্নি র্কমসূচি পালন করনে। র্সবশষে ৭ নভম্বের বপ্লিব ও সংহতি দবিসওে শহীদ পারভজে ভারপ্রাপ্ত সভাপতি হসিাবে আলোচনা সভা করনে। ফলে একটি অংশ শাহজাদা ময়িাকে বাদ দয়িে ভারপ্রাপ্ত সভাপতকিে দয়িে প্রতনিধিি সভাটি পরচিালনার জন্য প্রচারনা চালালে শাহাজাদা গ্রুপটি বঁেকে বস।ে ফলে দুই গ্রুপরে কোন্দলরে কারনইে সভাটি ভন্ডুল হয়।
এ ব্যাপারে শহীদ পারভজে জানান, জলো বএিনপরি সভাপতি পদোন্নতি পাবার কারনে আমইি দলরে ভারপ্রাপ্ত সভাপতি হসিাবে রয়ছে।ি ফলে আমার সভাপতত্বিইে প্রতনিধিি সভাটি হবার কথা ছলি। কন্তিু শাহাজাদা ময়িার কারনে সভাটি স্থগতি করা হয়ছে।ে অন্যদকি,ে জহরিুল হক শাহাজাদা ময়িা জানান, একন র্পযন্ত আমইি ফরদিপুর জলো বএিনপরি সভাপত।ি আমাকে বাদ দয়িে অন্য কউে সভাপতত্বি করলে সে সভাটি হতে পারে না।
এদকি,ে প্রতনিধিি সভার সকল প্রস্তুতি সম্পন্ন হবার পর শষে মুর্হুতে সভাটি ভন্ডুল হওয়ায় দলরে নতো-র্কমী ও সর্মথকদরে মাঝে ব্যাপক ক্ষোভরে সৃষ্টি হয়ছে।ে নামপ্রকাশে অনচ্ছিুক জলো বএিনপরি প্রভাবশালী একনতো ফরদিপুর প্রতদিনিকে জানান, দলরে সুবধিাবাদী একটি পক্ষ প্রতনিধিি সভাটি ভন্ডুল করছে।ে প্রতনিধিি সভাটি সফল হলে তারা সভাপতি কংিবা সাধারন সম্পাদক হতে পারতনে না। জলো বএিনপরি বর্তিকতি কয়কে নতো মলিে এ কাজটি করার কারনে নতো-র্কমীরা ক্ষোভরে আগুনে জ্বলছ।ে যারা এ কাজটি করছেনে তারা বএিনপরি কোন পদে থাকতে পারনে না।
এদকি,ে ফরদিপুর জলো বএিনপরি সভাপত,ি সাধারন সম্পাদক হতে যারা প্রচার প্রচারনা চালয়িে আসছলিনে তাদরে মধ্যে রয়ছেনে সভাপতি পদে শাহ মোহাম্মদ আবু জাফর, মাহাবুবুল হাসান ভুইয়া পংিকু, সয়ৈদ মোদাররসে আলী ইছা। সাধারন সম্পাদক পদে যারা প্রচারনা চালাচ্ছনে তারা হলনে, রশদিুল ইসলাম লটিন, আফজাল হোসনে খান পলাশ ও সয়ৈদ জুলফকিার হোসনে জুয়লে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *