Connect with us

ঢাকা বিভাগ

ভাঙ্গা পৌর মেয়র পদে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা।

Published

on

foyez miaফরিদপুর থেকে, মোঃ খালেদুর রহমান ঃ
দিন যত এগুচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে ফরিদপুরের ভাঙ্গা পৌর সভার মেয়র পদের নির্বাচনে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা । আগামী ২০ শে মার্চের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য লড়ছে ৫ প্রার্থী। আওয়ামীলীগ মনোনীত এ.এফ.এম.ডি রেজা পেয়েছেন নৌকা প্রতীক, বিএনপি মনোনীত ওয়াহিদুজ্জামান মিয়া পেয়েছেন ধানের শীষ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত মোঃ আসাদুজ্জামান পেয়েছেন হাত পাখা, স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মুন্সী পেয়েছেন জগ,এবং সৈয়দ আবুল ফজল প্রিন্স পেয়েছেন নারিকেলগাছ প্রতীক ।
ভাঙ্গা পৌর সভার ৯টি ওয়ার্ডে রয়েছে ১৫টি কেন্দ্র। এখানে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬শত বাষট্টি। ৫ প্রার্থীই প্রথম থেকেই নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন তাদের দোয়া ও ভোট পাওয়ার জন্য। ভোটারদের মধ্যেও এই ভোট নিয়ে রয়েছে প্রচুর আগ্রহ আর উদ্দীপনা। নিজেদের বসবাসের জায়গাকে সুন্দর রাখার জন্য তারা বেছে নিবেন যোগ্য ব্যাক্তিকে। তাই ভোটারদের মধ্যে রয়েছে অনেক হিসাব নিকাশ। ১৯৯৭ সালে ভাঙ্গা পৌর সভা গঠনের পর থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৯ বছরে পৌর সভার বেশ উন্নয়ন হয়েছে বলে মনে করেন অনেক ভোটার। এ ১৯ বছরে প্রশাসক ও মেয়র পদে ছিলেন আওয়ামলীগ মনোনীত প্রার্থী এ এফ এম ডি রেজা । ইতি মধ্যে এই অল্প সময়ে তার নিরলস চেষ্টায় পৌর সভাটি প্রথম শ্রেনীর পৌর সভায় পরিনত হয়েছে। একদিকে যেমন ব্যাপক উন্নয়ন হয়েছে অন্যদিকে পৌর সভাকে র্দুনীতি মুক্ত রাখতে তিনি কঠোর ভুমিকা পালন করেছেন। ভোটারদের এমন ধারনার ভিত্তিতে ধরে নেওয়া যায় এবারও তিনি বিজয়ী হবেন। বি এন পি মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান রয়েছে নড়বড়ে অবস্থানে। ভাঙ্গা আওয়ামলীগের ঘাটি হওয়ায় বি এন পি প্রার্থী সুবিধা করতে পারবে না বলে মনে করে অনেকেই।স¦তন্ত্র প্রার্থী সৈয়দ আবুল ফজল প্রিন্স ও ইসলামী শাসনতন্ত্রের মোঃ আসাদুজ্জামানের অবস্থা একই। বাকী রইল আরেক সতন্ত্র প্রার্থী আবু জাফর মুন্সী ।তিনি স¦তন্ত্র এমপি নিক্সন চৌধুরীর সমর্থিত হওয়ায় তিনিও রয়েছেন ভাল অবস্থনে। তাই শেষ পর্যন্ত আওয়ামলীগ মনোনীত কাজী জাফরউল্লা সমর্থিত এ এফ এম ডি রেজা(আবু ফয়েজ মোঃ রেজা) এবং আবু জাফর মুন্সীর মধ্যে হবে আসল লড়াই। নাম না প্রকাশ করার শর্তে কয়েক ভোটার জানান আগামী ২০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে এখনো বেশ কয়েকদিন বাকী , দেখি কোন প্রার্থী কেমন কর্মসুচী দেন। এ ছাড়াও মেয়র হবেন পৌর সভার প্রধান তাই তার শিক্ষাগত যোগ্যতা,সততা ও আন্তরিকতাও দেখার বিষয় বলে জানান অনেক ভোটার। এবার দেখেশুনে ভোট দেওয়ার কথা ভাবছেন অনেকেই। তাই ভোটারদের মতামতের ভিত্তিতে বলা যায় প্রার্থী ৫ জন হলেও লড়াাই হবে দ্বিমুখী।এ ব্যাপারে আবু ফয়েজ মোঃ রেজা বলেন ভাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠালগ্ন হতে এ পর্য়ন্ত একাধিকবার জনগন আমাকে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত করেছে। তাদের দেওয়া দ্বায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি।ব্যাপক উন্নয়ন মুলক কাজের মাধ্যমে ভাঙ্গাকে সুন্দর রাখার চেষ্ট করেছি। এবার নির্বাচিত হলে বাকী কাজ গুলোশেষ করে পরবর্তী প্রজন্মের জন্য একটি আধুনিক ভাঙ্গা রেখে যেতে পারব।এ ব্যাপারে আবু জাফর মুন্সী বলেন আমি নির্বাচিত হলে ভাঙ্গাকে সত্যিকারের মডেল পৌর সভায় পরিনত করব।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *