Connect with us

খেলাধুলা

বাংলাদেশকে হারানোর ক্ষমতা

Published

on

s-3স্পোর্টস ডেস্ক:
গত ২০১১ বিশ্বকাপেই বাংলাদেশের কাছে চট্টগ্রামে হেরেছিল ইংল্যান্ড। এবারও নাকি একই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে পারে। আর সেই কথাটা জানালেন স্বয়ং ইংল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটার জিওফ্রে বয়কট। আসলে, এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরমেন্স দেখে রীতিমতো বিরক্ত বয়কট। গত শুক্রবার নিউজিল্যান্ডের কাছে অসহায় আÍসমর্পণের পর ইংল্যান্ডের ক্রিকেটারদের সমালোচনায় ভরিয়ে দিয়েছেন তিনি। বললেন, ‘আমাদের ক্রিকেটাররা নিজেদের যতটা দক্ষ ভাবে, ওরা মোটেই ততটা ভালো নয়। কিছুদিন আগে মর্গান সম্পর্কে এই কথাটা বলেছিলাম। এখন দেখছি, ইংল্যান্ড দলের ক্ষেত্রেও কথাটা খাটে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৯ রানে আমাদের শেষ ৭ উইকেট পড়েছে। পিচটা মোটেই ঘাসে ঢাকা ছিল না। বোলাররা খুব বেশি সুইংও পায়নি। সহজেই ২৭০ তোলা যেত। ইংল্যান্ড হয়ত এর পরও কোয়ার্টার ফাইনালে যাবে। স্কটল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তানকে হারালে শেষ আটের টিকিট পাওয়া যাবে। এটা মর্গানদের জন্য ভালো খবর। কারণ, কোনও ঠিকঠাক দলকে হারানোর ক্ষমতা ওদের নেই।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *