Connect with us

দেশজুড়ে

বাঘায় রাজনৈতিক অঙ্গনে কঠোর অবস্থানে আ.লীগ-বিএনপি

Published

on

বাঘা প্রতিনিধি, রাজশাহী:
সারাদেশের ন্যায় রাজশাহীর বাঘায়ও বইছে রাজনীতির গরম হাওয়া। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট যেমন সরকারবিরোধী আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে তেমনি সরকারি দল আওয়ামী লীগও বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার লক্ষ্যে সক্রিয় অবস্থানে রয়েছে।
একদিকে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করার পর অঙ্গসংগঠন যুবলীগের পৌর ও ইউনিয়ন কমিটি গঠনের কাজ শুরু করেছে দলটি। সভা-সমাবেশ, আনন্দ ও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচিতে রাজপথ গরম রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আ’লীগ। সব মিলিয়ে অনেকটাই উজ্জীবিত দলের নেতা-কর্মীরা। অন্যদিকে ২০ দলীয় জোটে প্রভাব রয়েছে জামায়াত-শিবিরের। হরতাল অবরোধে শরিক দল জামায়াত এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও মাঠে থাকার ঘোষণা দিয়ে পৃথকভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুরু করেছে। অপরদিকে অভ্যন্তরীণ বিভেদ মিটিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অনেকটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজপথ দখলে রাখতে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ করেছে দলটি। পুলিশের ভয়ে কৌশলী রাজনীতি চালিয়ে সুযোগ বুঝে পৃথক পৃথক ঝটিকা মিছিল চালিয়ে নেতা-কর্মীদের চাঙ্গাভাব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে তারা।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, এককভাবে যাতে বিরোধীদলের হাতে রাজনৈতিক মাঠ না যায়, সে লক্ষ্যেই তারা সব সময়ই বিভিন্ন কর্মসূচি পালনে কাজ করছেন। উপজেলা বিএনপি সভাপতি নুরুজ্জামান খান মানিক বলেন, সরকারবিরোধী আন্দোলন জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ জন্য দলকে চাঙ্গা করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *