Connect with us

দিনাজপুর

বিরামপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

Published

on

IMG_20160317_124529শাহ্ আলম মন্ডল, বিরামপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ কেন্দ্রীক আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক চিত্রাংকন, রচনা, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ১৭ মার্চ, বৃহস্পতিবার আফতাবগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে আফতাবগঞ্জের ১৩টি প্রাথমিক, মাধ্যমিক ও মহাবিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।
আফতাবগঞ্জ ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি তছলিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশিদ এবং বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী’র সত্ত¡াধিকারী আলহাজ্ব দেলওয়ার হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন, আফতাবগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রাজু, নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজ, সাংসদের ব্যক্তিগত সহকারি আজিজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শিবলী সাদিক বলেন, “আজ এক মহান দিন, কারণ এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহন করেছিলেন। আর বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভ করার কারণে আজ আমরা স্বাধীন ও স্বার্বভৌম দেশের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে পারছি। বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত ভালবাসতেন বিধায় প্রতিবছর দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *