Connect with us

খেলাধুলা

বৃষ্টিতে খেলা বন্ধ : ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৪৬২ রান

Published

on

স্পোর্টসডেস্ক:

আবারো বৃষ্টির কারণে বন্ধ রয়েছে নারায়ণগঞ্জে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা। চা-বিরতির ঠিক আগ মুহূর্তে বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় খেলা। এসময় ভারতের সংগ্রহ ছিলো ৬ উইকেটে ৪৬২ রান। ফলে নির্ধারিত সময়ের আগেই চা-বিরতির ডাক দেন ম্যাচের দু’আম্পায়ার শ্রীলংকার কুমার ধর্মসেনা ও ইংল্যান্ডের নাইজেল লং।

টেস্টের প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছেন ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও মুরালি বিজয়। ধাওয়ান ১৭৩ ও বিজয় ১৫০ রান করে আউট হন। এছাড়া ৯৮ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। বাংলাদেশের পক্ষে ৪ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া লেগ-স্পিনার জুবায়ের হোসেন নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর : (চা-বিরতি পর্যন্ত)
ভারত প্রথম ইনিংস : ৪৬২/৬, ১০৩.৩ ওভার (শিখর ধাওয়ান ১৭৩, মুরালি বিজয় ১৫০, আজিঙ্কা রাহানে ৯৮, সাকিব আল হাসান ৪/১০৫, জুবায়ের হোসেন ২/১১৩)।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *