Connect with us

দেশজুড়ে

বেনাপোলে ১০ দিনেও খোঁজ মেলেনি ফার্নিচার ব্যবসায়ী মিন্টার

Published

on

1442499923বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন নামাজগ্রাম এলাকা থেকে ৭ সেপ্টেম্বর সোমবার সকালে মিন্টার আলী (৩৩) নামে এক কাঠের-ফার্নিচার ব্যবসায়ী নিখোঁজ হয়েছে।নিখোঁজ মিন্টার আলী পোর্ট থানাধীন মানকিয়া গ্রামের কওছার আলীর ছেলে।

নিখোঁজ মিন্টার আলীর মা আরজিনা খাতুন জানান,আমার ছেলে গত ৮ মাস আগে নিজ গ্রাম ছেড়ে বেনাপোলের নামাজগ্রাম এলাকায় ফার্নিচারের দোকান করে সেখানে বসবাস করতো। সে বিভিন্ন লোকের বাসায় গিয়েও ফার্নিচারের কাজ করে। নিখোঁজ হওয়ার বেশ কিছুদিন আগে কাজ করাকে কেন্দ্র করে এক বাসা মালিকের সাথে আমার ছেলের ঝগড়া-বিবাদ হয়। কিন্তু সেই বাসা মালিককে আমি চিনিনা। এর পর গত ৭ সেপ্টম্বর সকালে সে তার ফার্নিচারের দোকান থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। তার মোবাইলে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। আমরা সমস্ত আতœীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজা-খোঁজি করেও তার সন্ধান পায়নি।

পাশের স্টীল-লেদের মালিক রফিকুল ইসলাম বলেন,সে প্রতিদিন দোকানে এসে কাজ করতো। এমনকি অনেক সময় বিভিন্ন বাসা-বাড়িতে গিয়েও ফার্নিচার তৈরীর কাজ করতো। কিন্তু গত ৭ সেপ্টম্বর সোমবার সকাল ১০ টার দিকে দোকান থেকে কাজের জন্য বের হয়ে আর ফিরে আসেনি। এর পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেনাপোল পোর্ট-থানায় এ বিষয়ে কোন জিডি করা হয়নি।

বাংলাদেশেরপত্র.কমি/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *