Connect with us

দেশজুড়ে

ভারতে পাচারের দুই বছর পর দেশে ফিরল ৯ শিশু

Published

on

SAM_6624কামাল হোসেন: অভাবের কারনে পাচার কারীদের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে ২ বছর আগে ভারতে পাচার হয়ে যাওয়া ৯ বাংলাদেশী কিশোরকে বিভিন্ন মেয়াদে সেল্টার হোমের বন্দীদশা থেকে মুক্ত হয়ে বৃহস্পতিবার বিকালে বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত এসেছে। বেনাপোল ইমিগ্রেশন থেকে জানা যায়,দেশে ফেরত আসা এসব কিশোররা হলো, সোহান গাজি(১৫), আশরাফ(১৪), ইয়াসিন(১৩), আঃ রহমান(১৫), সীমান্ত মালা(১১), ইকরাম(১৪), বিপ্লাব(১৩) আজয়(১৭) ও অপূর্ব(১৩)। এদের বাড়ি, নড়াইল, সাতক্ষীরা, পিরোজপুর, ফরিদপুর ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।এরা পাচারকারীদের খপ্পড়ে পরে ভারতে গিয়ে ছিল।সে দেশে যাবার পর সীমান্তরক্ষী বিএসএফ তাদের আটক করে পুলিশের মাধ্যমে ভারতীয় এনজিও সংগঠনের হাতে তুলে দিয়েছিল বলে কিশোররা জানাই।
পরবর্তীতে ভারতের কলিকাতায় দক্ষিনেস্বর ধুরবআশ্রাম সংগঠন নামে একটি এনজিও এসব কিশোরদের তাদের শেল্টার হোমে রাখে।দেশে ফেরত পাঠানো জন্য ভারতীয় সংগঠন এবং বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে যোগাযোগের প্রেক্ষিতে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনে।
বাংলাদেশ মহিলা আইনজীবি যশোর সমিতির কর্মকর্তা মহিত হোসেন জানান, ফেরত আসা এসব কিশোরদের নিয়ে পোর্ট থানায় রিপোট করা পর যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে।পরবর্তীতে তাদের নিজ নিজ ঠিকানায় পৌছে দেয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *